জাল বাড়ি তৈরির প্ল্যান পাশ করার অভিযোগে যখন উত্তাল কোচবিহারের দিনহাটা তখন পদত্যাগ করলেন শহরের তৃণমূলি পুরপ্রধান। সোমবার পুরসভায় বোর্ড মিটিংয়ে পদত্যাগ করেন তিনি। ব্যক্তিগত কারণেই তাঁর পদত্যাগ বলে জানালেও তৃণমূলের দাবি, তদন্তে স্বচ্ছতার স্বার্থেই সরে গিয়েছেন পুরপ্রধান। বিরোধী বিজেপির দাবি, হাতে নাতে ধরা পড়ে পিঠ বাঁচাতে পদত্যাগ করেছেন পুরপ্রধান।সম্প্রতি দিনহাটা শহরে একাধিক জাল বিল্ডিং প্ল্যান পাশের অভিযোগ ওঠে। যার জেরে পুরসভার মোটা টাকা লোকসান হয়েছে বলে জানা যায়। এই ঘটনার তদন্তে নেমে পুরসভার এক কর্মীকে আটক করে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। এই পরিস্থিতিতে সোমবার দিনহাটা পুরসভায় বোর্ড মিটিং বসেছিল। বৈঠকে নিজের পদত্যাগ ঘোষণা করেন পুরপ্রধান গৌরীশংকর মাহেশ্বরী। পদত্যাগ পত্রে ব্যক্তিগত কারণে ইস্তফা দিচ্ছেন বলে জানিয়েছেন তিনি। পুরপ্রধানের পদত্যাগকে কেন্দ্র করে বোর্ড বৈঠক উত্তপ্ত হয়ে ওঠে বলে জানা গিয়েছে।স্থানীয় বিধায়ক ও উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ বলেন, দিনহাটা পুরসভায় বিল্ডিং প্ল্যান পাশ নিয়ে যে অভিযোগ উঠেছে তার স্বচ্ছ তদন্তের স্বার্থে উনি পদত্যাগ করেছেন।ওদিকে বিজেপির দাবি, দিনহাটা পৌরসভায় উদয়ন গুর নেতৃত্বে দীর্ঘদিন ধরে জাল বিল্ডিং প্ল্যান পাশ করার চক্র চলছিল। বিষয়টি প্রকাশ্যে চলে আসায় পুরপ্রধানকে পদত্যাগ করিয়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে। এতে পুরসভার লক্ষ লক্ষ টাকা ক্ষতি হয়েছে। আর সেই টাকা গিয়েছে তৃণমূল নেতাদের পকেটে। সঠিক তদন্ত হলে সব প্রকাশ্যে আসবে। কিন্তু তদন্ত হতে দিলে তো…