൲ নেপাল প্রিমিয়র লিগে সম্প্রতি খেলতে এসেছিলেন নিউজিল্যান্ডের প্রাক্তন তারকা ক্রিকেটার জিমি নিশাম। কিউয়িদের এই অলরাউন্ডার আপাতত কিউয়িদের দলে খেলেন না। গোটা বিশ্বজুড়ে টি২০ বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগেই খেলে থাকেন। সেই নিশামই এবার তাক লাগিয়ে দিলেন নেপালে, তবে ব্যাট হাতে নয়। মঞ্চে উঠিয়ে গানের সঙ্গে নাচে।
♉আরও পড়ুন- বুমরাহকে বর্ণবিদ্বেষী মন্তব্য প্রাক্তন ইংরেজ তারকার? বাবা কলকাতার ছেলে ছিলেন!
নেপালে নাচের তালে পা মেলালেন নিশাম-
⭕আসলে নেপাল প্রিমিয়র লিগে চ্যাম্পিয়ন হয়েছে জানকপুর বোল্ট দল। ফাইনালে তাঁরা হারিয়ে দিয়েছে সুদুর পশ্চিম রয়্যালস দলকে। চার বল বাকি থাকতেই পাঁচ উইকেটে জয় তুলে নেয় তাঁরা। ব্যাট হাতে জিমি নিশাম করেন মাত্র ৪ রান, কিন্তু তাতে তাঁদের দলের জয় আটকায়নি। এরপর দলের সেলিব্রেশনের অনুষ্ঠানে ভোজপুরি গানের তালে নাচলেন নিশাম।
🎃আরও পড়ুন-ওয়ার্নারের স্লেজিংয়ে ভয় পাননি! উল্টে দ্বিগুন স্লেজিং করেন পূজারা! ফাঁস করলেন রহস্য…
ভোজপুরি গানে নাচলেন নিশাম-
ꦕভোজপুরি গানের জগতে অত্যন্ত জনপ্রিয় এক গান ললিপপ লাগুলে। সেই গানের মানে তো কিছুই বুঝতে পারলেন না জিমি নিশাম, যদিও তাতে নাচতে তিনি এক ফোটাও পিছ পা হলেন না। প্রথমে ফ্ল্যাগ নাড়াচ্ছিলেন দলের। এরপর ফ্ল্যাগ ছেড়ে ক্রিকেটার ও দলের স্টাফদের সঙ্গেই হাল্কা কোমর দুলিয়ে দিলেন ওডিআই বিশ্বকাপ খেলা এই তারকা ক্রিকেটার।
ওডিআই বিশ্বকাপের ট্র্যাজিক হিরো-
𝔉নিশাম বিশ্ব ক্রিকেটে তো বটেই আইপিএলেও চেনা মুখ। আইপিএলেও তিনি বড় দলের হয়েই খেলেছেন। যদিও সাফল্য বলতে চোখে লাগার মতো তেমন কিছু নেই। তবুও নামটা জিমি নিশাম বলে কথা। ২০১৯ ওডিআই বিশ্বকাপ প্রায় হাতের নাগালেই চলে এসেছিল তাঁদের, কিন্তু শেষ লগ্নে ইংল্যান্ডের বেন স্টোক্সের মাস্টারস্ট্রোকে ম্যাচ হাতছাড়া হয়ে যায়, শিরোপাও হাতছাড়া হয়।
🔯প্রসঙ্গত ম্যাচে প্রথমে ব্যাট করে ৯ উইকেটে ১৮৪ রান তুলেছিল সুদুর রয়্যাল পশ্চিম দল। জবাবে ব্যাট করতে নেমে ওপেনার লাহিরু মিলান্থার ৮৭, আসিফ শেখের ৩৩ এবং হর্ষ ঠাকেরের ৩০ রানের ইনিংসে ভর দিয়ে ম্যাচ পকেটে পুড়ে নেয় জানকপুর বোল্টস দল।