ജ নিজে খেলেছেন কিছু ম্যাচ ইংল্যান্ডের জার্সিতে, তাও মহিলা দলের হয়ে। আর জসপ্রীত বুমরাহ প্রতিনিয়ত দেশের হয়ে সেরাটা দিয়ে যাচ্ছেন। বেন স্টোক্স, জো রুটদের দেশে গিয়েও বুমরাহকে দেখিয়েছেন কেন তিনি সেরা। আর তাঁকেই নিয়ে কটু মন্তব্য করছেন ইংরেজদের মহিলা ক্রিকেটার ইশা গুহ, যা দেখে সকলেই অবাক। যে ইশার সঙ্গে কলকাতার যোগ আছে। তাঁর বাবা আদতে কলকাতার ছেলে ছিলেন।
💦আরও পড়ুন-বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের পর গর্ভপাত! বাবর আজমের বিরুদ্ধে মামলায় শুনানি পিছল
꧟গাব্বায় ট্র্যাভিস হেড এবং স্টিভ স্মিথের দুরন্ত শতরানে আপাতত অজিরা চালকের আসনে। বুমরাহ প্রথম দিনে নিজের পঞ্চম ওভারেই বলেছিলেন বলের সিম হচ্ছে না ঠিক মতো। বড় ক্রিকেটাররা জানেন, কোন পরিস্থিতিতে ঠিক কি করতে হয়। সেই কারণেই দ্বিতীয় দিনে ফিরে এসে ভারতীয় পেসার তুলে নিয়েছেন নিজের কেরিয়ারের ১২তম ফাইভ উইকেট হল, যখন দলের বাকি বোলাররা ফুল ফ্লপ।
🐈আরও পড়ুন-অস্ট্রেলিয়ায় যাওয়ার সম্ভাবনা কম, এবার আর IPL মিস করতে চান না মহম্মদ শামি…
♐কোথায় ইশা গুহ তাঁর উদ্দেশ্যে প্রশংসা করবেন, তা না করে বুমরাহকেই তিনি তুলনা করলেন প্রাইমেট অর্থাৎ এক ধরণেই বাঁদরের সঙ্গে। যা নিয়ে আবারও অতীতের সেই মাঙ্গিগেট কাণ্ডের কথা মনে পড়ে গেল সকলের। ব্রেট লি রবিবার সকালের বুমরাহর দুরন্ত বোলিং দেখে বলেন, ‘পাঁচ ওভারে ৪রান দিয়ে ২ উইকেট জসপ্রীত বুমরাহর, এটাই প্রাক্তন অধিনায়কের থেকে আশা করা যায় ’।
▨আরও পড়ুন-অধিনায়কত্ব থেকে ছাঁটাই করেছিলেন ধোনিকে! এখন গোয়েঙ্কার মুখেই মাহি স্তুতি! বিতর্ক ঢাকতে?
🅺এরপরই প্রতিক্রিয়া দিতে গিয়ে ধারাভাষ্যকার হিসেবে কাজ করে ইশা গুহ বলে বসেন, ‘হ্যা, ও হচ্ছে এমভিপি(মোস্ট ভ্যালুয়েবেল প্লেয়ার)। তাই না? মোস্ট ভ্যালুয়েবল প্রাইমেট ’। এখানে প্রাইমেট বলতে তিনি বাঁদর বোঝাতে চেয়েছেন। অথছ জসপ্রীত বুমরাহ একাই অস্ট্রেলিয়ানদের বিরুদ্ধে এই টেস্টে লড়ে গেছেন। ইশার এই মন্তব্যের পরই সকলের মনে পড়ে গেছে ২০০৮ সালের মাঙ্কিগেট স্ক্যান্ডেলের কথা। অ্যান্ড্রিউ সাইমন্ডসকে করা মন্তব্যের জন্য হরভজন সিংয়ের শাস্তি হয়েছিল। সাইমন্ড দাবি করেছিলেন তাঁকে মাঙ্কি বলে বর্ণবৈষম্যমুলক মন্তব্য করা হয়েছে।
✨এর ইশা গুহ বুমরাহকে নিয়ে বলেন, ‘জসপ্রীত বুমরাহ হচ্ছেন এমন একজন, যাকে নিয়েই সব কথা হবে। কিন্তু ওর ওপর সব ফোকাস থাকবে কেন? ও ফিট থাকবে কিনা সেই নিয়েও ওর ওপর নজর ছিল সকলের ’। ইশা গুহ অবশ্য বুমরাহকে নিয়ে অযথা বিতর্কিত মন্তব্য করলেও ভারতীয় পেসার কিন্তু নিজের কাজটা ঠিকভাবেই করে যাচ্ছেন। ইতিমধ্যেই সিরিজের পাঁচ ইনিংসে তুলে নিয়েছেন ১৭টি উইকেট।