𝔉 ভারতীয় দলের সর্বকালের অন্যতম সেরা অধিনায়কের নাম মহেন্দ্র সিং ধোনি। আইসিসির ট্রফি জয়ের নিরিখে যদি দেখা যায়, তাহলে তো সেরা অধিনায়কই মাহি। আইপিএলেও তাই। পাঁচবার চেন্নাই সুপার কিংসকে অধিনায়ক হিসেবে চ্যাম্পিয়ন করেছেন এমএসডি। মাঝে অধিনায়কত্ব ছাড়ার পরেও ফের দায়িত্ব নিয়ে ২০২৩এ চ্যাম্পিয়ন করেন।
আরও পড়ুন-𝐆‘ওর ওপর যা রাগ হয়েছিল না…’! বিশ্বকাপ ফাইনালের পর PSGতে মেসি দেখে কি করেন এমবাপে?
মাহিতে মুগ্ধ এলএসজি কর্ণধার-
😼২০২৪ আইপিএলের আগে অবশ্য মহেন্দ্র সিং ধোনি নিজেই অধিনায়কত্ব থেকে সরে দাঁড়িয়ে দায়িত্ব তুলে দেন রুতুরাজ গায়েকওয়াড়ের হাতে। রুতু নিজে ভালো খেললেও দলকে প্লে অফে নিয়ে যেতে পারেননি। তবে ধোনিকে দেখে মুগ্ধ তাঁর প্রাক্তন দলের কর্ণধার এবং বর্তমানে লখনউ ফ্র্যাঞ্চাইজির মালিক সঞ্জীব গোয়েঙ্কা। যেভাবে দলকে নেতৃত্ব দেন এবং উজ্জীবিত রাখেন মাহি, তা দেখে মুগ্ধ গোয়েঙ্কা।
✅আরও পড়ুন- ইস্টবেঙ্গলের পর মহমেডান! বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর অত্যাচারের প্রতিবাদে সামিল বাংলা...
ধোনির প্রশংসায় সঞ্জীব গোয়েঙ্কা-
🦋সম্প্রতি রণবীর আল্লাবাদিয়ার পডকাস্টে গিয়ে সঞ্জীব গোয়েঙ্কা বলেন, ‘আমি কখনও ধোনির মতো নেতা দেখিনি, ওর চিন্তাভাবনা, মানসিকতা অন্যরকম পুরো। এই বয়সে এসেও অভিনবত্ব খুঁজে বেড়ায়। দলকে মোটিভেট করে। পাথিরানাকে দেখ, একটা বাচ্চা ছেলে। জানি না ওকে কোথায় ধোনি দেখেছে, এখন ওকেই ম্যাচ উইনারে পরিণত করেছে মাহি। ও জানে কখন কোথায় কোন ক্রিকেটারকে ব্যবহার করতে হবে। আমি যখনই ওর সঙ্গে কথা বলি, নিত্য নতুন বিষয় জানতে পারি ’।
ꦓআরও পড়ুন-‘সিরিজের গুরুত্ব অনেক,তাই…' হেড-সিরাজ বিতর্ক স্পোর্টিংলি নিচ্ছেন অজি অধিনায়ক…
নাতির সঙ্গে দীর্ঘক্ষণ কথা মাহির-
🍌গোয়েঙ্কাবাবু স্বীকার করে নিয়েছেন লখনউ হোক বা ওয়াঙ্খেড়ে, ধোনি খেলতে গেলে সেই স্টেডিয়াম হলুদ হয়ে যায় সিএসকের সমর্থনে। এছাড়াও তাঁর নাতির সঙ্গে ধোনির সাক্ষাৎ নিয়েও গল্প বললেন তিনি। এলএসজি কর্ণধারের কথায়, ‘আমার ১১ বছরের নাতি আছে, যে ক্রিকেট নিয়ে পাগল। ৫-৬ বছর আগে ধোনি আমার বাড়িতে ওকে ক্রিকেট খেলা শিখিয়েছিল। ধোনিকে একের পর এক প্রশ্ন করছিল আমার নাতি, এরপর আমি ওকে বলি চুপ করতে। কিন্তু মাহি আমায় বলে, ওকে বলতে দিতে আর ও নাকি কথা বলাটা বেশ উপভোগই করছে। প্রায় আধ ঘন্টা ও কথা বলেছিল। একটা বাচ্চার সঙ্গে এতক্ষণ কথা বলাই দেখেই বোঝা যায় মানুষ হিসেবে ও কেমন, সেই জন্যই আজ ও ধোনি’।
অধিনায়ক বিতর্ক নিয়ে গোয়েঙ্কার বার্তা-
𝄹সঞ্জীব গোয়েঙ্কা ধোনিকে নিয়ে হওয়া বিতর্ক নিয়েও মুখ খুলেছেন। তাঁকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া নিয়ে গোয়েঙ্কার বার্তা খুব স্পষ্ট, সেই সময়ে নিজের নেওয়া সিদ্ধান্তের জন্য বিন্দুমাত্র আফশোস নেই তাঁর। বরং সেই সিদ্ধান্ত যুক্তসংগত ছিল কিনা, পাল্টা সেই প্রশ্নই করেছেন গোয়েঙ্কাবাবু। যদিও মাহি ওরকম পরিস্থিতি যেভাবে নীরবতা বজায় রেখেছিলেন, তাঁতে তিনি কৃতজ্ঞ সেটা বুঝিয়েছেন এলএসজি কর্ণধার।