ꦐ সদ্য প্রকাশ্যে এসেছে ওয়েস্ট বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অ্যাওয়ার্ডসের (WBFJA) মনোনয়ন তালিকা। আর এই তালিকা প্রকাশ্যে আসার ঠিক পরপরই শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের প্রযোজনা সংস্থা উইনন্ডোজ প্রোডাকশনের তরফে সোশ্যাল মিডিয়ার পাতায় একটা পোস্ট করা হয়। আর সেই পোস্টেই এই অ্যাওয়ার্ডস অনুষ্ঠান থেকে নিজেদের সরিয়ে নেওয়ার কথা স্পষ্ট করে জানায় প্রযোজনা সংস্থা।
ঠিক কী লেখা হয়েছে পোস্টে?
📖উইনন্ডোজ প্রোডাকশনের তরফে স্পষ্টভাবে লেখা হয় যে এবারের ওয়েস্ট বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অ্যাওয়ার্ডসের (WBFJA) মনোনয়ন পাওয়ার লড়াই থেকে অনেক আগেই নিজেদের সরিয়ে নিয়েছিল উইন্ডোজ প্রোডাকশন। এমনকি সেকথা তাঁরা নিজেদের অফিসে আয়োজিত এক বৈঠকে ওয়েস্ট বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের একাধিক সদস্যদের সামনে স্পষ্ট করে জানিয়েও দিয়েছিলেন। ‘উইন্ডোজ’-এর সেই প্রস্তাবে WBFJA-র সেই সদস্যরা সম্মতও হয়েছিলেন। তবে তারপরেও এই অ্যাওয়ার্ডসের মনোনয়ন তালিকার একাধিক বিভাগে রয়েছে ‘বহুরূপী’র নাম! আর তাই প্রযোজনা সংস্থার তরফে লেখা হয়, ‘আমাদের বিনীত অনুরোধ, যেহেতু আপনারা আমাদের ইচ্ছেকে সম্মান দিয়েছিলেন এবং প্রস্তাবে রাজিও হয়েছিলেন তাই আপনাদের এই মনোয়ন তালিকা থেকে আমাদের সংস্থার ছবি সম্পর্কিত সমস্ত মনোয়ন, লোগো সরিয়ে দিন।’
ꦉআরও পড়ুন-না ফেরার দেশে ঋত্বিক ঘটকের ‘তিতাস একটি নদীর নাম’-এর নায়ক প্রবীর মিত্র
💧তবে এখন প্রশ্ন হঠাৎ কেন এমন সিদ্ধান্ত নিল শিবপ্রসাদ-নন্দিতা উইন্ডোজ প্রোডাকশন? এবিষয়ে অবশ্য হিন্দুস্তান টাইমস বাংলার তরফে পরিচালক-প্রযোজক শিবপ্রসাদ মুখোপাধ্যায়কে ফোন করা হলে, তাঁর ফোন বেজে যায়।
🔯এদিকে ওয়েস্ট বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অ্যাওয়ার্ডসের যে মনোনয়ন তালিকা সামনে এসেছে, তাতে সেরা ছবির বিভাগে সৃজিত মুখোপাধ্যায়ের 'পদাতিক', দেবালয় ভট্টাচার্য পরিচালিত 'বাদামি হায়নার কবলে', শমীক রায়চৌধুরীর 'বেলাইন', অঞ্জন দত্তের 'চালচিত্র এখন' এবং অভিনন্দন বন্দ্যোপাধ্যায়ের 'মানিক বাবুর মেঘ' ছবিটির সঙ্গে মনোনীত হয়েছে। তবে এই তালিকায় নাম নেই ২০২৪এর অন্যতম জনপ্রিয় ও ব্লকবাস্টার ছবি 'বহরূপী'র! সেরা পরিচালক হিসেবে মনোনয়ন পেয়েছেন দেবালয় ভট্টাচার্য (বাদামি হায়নার কবলে), অঞ্জন দত্ত (চালচিত্র), সৃজিত মুখোপাধ্যায় (পদাতিক) এবং প্রতীম ডি গুপ্ত (চালচিত্র)। এক্ষেত্রেও নেই বহুরূপী ছবির পরিচালক-জুটি নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের নাম!
💮আবার সেরা অভিনেতা হিসেবে সৃজিত মুখোপাধ্য়ায় পরিচালিত ‘টেক্কা’ থেকে দেব মনোনয়ন পেয়েছেন। এতাঁর সঙ্গে আছেন ‘বহুরূপী’ থেকে আবির চট্টোপাধ্যায়, ‘মানিক বাবুর মেঘ’ থেকে চন্দন সেন এবং ‘চালচিত্র’ থেকে টোটা রায়চৌধুরী। মেকআপ বিভাগে মনোনয়ন পেয়েছেন 'পদাতিক' 'বাদামি হায়নার কবলে', 'চালচিত্র', 'বহুরূপী' এবং 'খাদান।