🐓 দেব, 'নাম তো শুনা হি হোগা'! টলিউডের 'মাসিয়াহ' তিনি। তাঁর ছবি খাদান মুক্তি পাওয়ার পর বর্তমানে রীতিমত হইচই পড়ে গিয়েছে। দেব-জ্বরে কাঁপছে গোটা বাংলা। এই অভিনেতার আসল নাম দীপক অধিকারী। যদিও সিনেমা প্রেমীদের কাছে তিনি দেব। ১৯৮২ সালের ২৫ ডিসেম্বর কেশপুরে জন্মগ্রহণ করেন তিনি।
ܫ২০০৬ সালে টলিউডে পা রাখেন দেব। রচনা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অগ্নিশপথ ছবির মাধ্যমে আত্মপ্রকাশ করেন অভিনেতা হিসেবে। যদিও বক্স অফিসে একেবারেই চলেনি ছবিটি। ঠিক তার পরের বছর আই লাভ ইউ ছবি হিট করতেই কেরিয়ারের মোড় ঘুরে যায় দেবের। এরপর তিনি এক এক করে চ্যালেঞ্জ, প্রেমের কাহিনি, দুই পৃথিবী, রংবাজ, পাগলু, জুলফিকার, চাঁদের পাহাড়, আমাজন অভিযান, ইত্যাদির মতো একাধিক হিট উপহার দিয়েছেন।
♎দেব তৈরি করেন নিজের প্রযোজনা সংস্থা। এরপর টনিক, প্রধান, প্রজাপতি থেকে শুরু করে গোলন্দাজ, ইত্যাদির মতো ছবি উপহার দিয়েছেন। বারবার নিজেকে ভেঙে নতুন ধরনের ছবি, চরিত্র করেছেন। পেয়েছেন টেলি সিনে অ্যাওয়ার্ড থেকে শুরু করে কলাকার অ্যাওয়ার্ড, ইত্যাদির মতো পুরস্কার। বিচারক হিসেবে থেকেছেন একাধিক রিয়েলিটি শোতে। তিনি একাধারে যেমন অভিনেতা, প্রযোজক, তেমনই রাজনীতির মাঠেও দক্ষ। সদ্যই ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে আত্মপ্রকাশ করলেন খাদান ছবির মাধ্যমে।