🥀 মাদককাণ্ডে নাম জড়িয়েছে বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশার। এতদিন এই বিষয় নিয়ে মুখে কুলুপ এঁটে রাখলেও অবশেষে নীরবতা ভাঙলেন অভিনেত্রী। কী জানালেন এই বিষয়ে তিনি?
আরও পড়ুন: ꦡখালি গান নয়, ৯১ বছরে এসেও তওবা তওবার হুকস্টেপ করলেন আশা ভোঁসলে!
কী জানালেন তানজিন তিশা?
🧸নাটক হোক বা ছোট পর্দা বাংলাদেশের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী হলেন তানজিন তিশা। কিন্তু সম্প্রতি যে চার অভিনেত্রীর নাম মাদককাণ্ডে জড়িয়েছে তাঁদের অন্যতম হলেন তিশা। ওপার বাংলার মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের তরফে তদন্তের পর এই চারজনের নাম উঠে আসে। এই ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় বিস্তর আলোচনা, বিতর্ক, কটাক্ষ চলেছে। এতদিন এই বিষয়ে কিছুই বলেননি অভিনেত্রী। দেননি কোনও প্রতিক্রিয়াও। তবে এদিন একটি অনুষ্ঠানে এই বিষয়ে সরব হলেন।
আরও পড়ুন: 𝔍ফের রেকর্ড দেবের ‘খাদান’ -এর, ৩ সপ্তাহে পার ৪ কোটি ভিউজ ‘কিশোরী’র! মুকুটে জুড়ল কোন তকমা?
ꦛবাংলাদেশের একটি অ্যাওয়ার্ড শোতে এসে তানজিন তিশা বলেন, 'সত্য মিথ্যা না জেনে নিউজ করবেন না এটা সাংবাদিকদের বলতে চাই। যখন কোনও শিল্পীদের নিয়ে আপনারা লেখেন তখন আপনাদের মাথায় কি এটা আসে একবারও যে শিল্পীর এটা পেশা হলেও তার একটি ব্যক্তিগত জীবনও আছে। আর সেই ব্যক্তিগত জীবনে তার বাবা মা ভাইবোন, সমাজ সব আছে।'
🏅তিনি এদিন আরও বলেন, 'আমি বাবাকে তিন বছর আগে হারিয়েছি। এখনও এটা মানতে খুব কষ্ট হয়। কিন্তু একই সঙ্গে স্বস্তি পাই যে বাবা হয়তো বেঁচে থাকলে সোশ্যাল মিডিয়ার এই টক্সিক জিনিসগুলো দেখত। আমি বাবাকে কখনও কোন পুরস্কার উৎসর্গ করিনি। আজ করলাম। এই অ্যাওয়ার্ড তোমার জন্য বাবা।'
🐈প্রসঙ্গত তানজিন তিশা ছাড়াও মাদককাণ্ডে আরও যে তিনজন অভিনেত্রীর নাম জড়িয়েছে তাঁরা হলেন সাফা কবীর এবং মুমতাহিনা চৌধুরী টয়া, সুনিধি নায়েক। আপাতত এই বিষয়ে তদন্ত চলছে। ব্যাপারটা প্রকাশ্যে আসার পর ক্ষোভ প্রকাশ করেছেন মুমতাহিনা চৌধুরী টয়া। এবার মুখ খুললেন তানজিন তিশা।